প্রতিষ্ঠাতা
স্বর্গীয় জমিদার বাবু তারকনাথ মিত্র

প্রতিষ্ঠান পরিচিতি

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ দক্ষিণ বঙ্গের একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। স্বর্গীয় জমিদার বাবু তারকনাথ মিত্র ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নাম ছিল রতনপুর হাই স্কুল।  ১৯৪৬ সালে জমিদার বাবু তারকনাথ মিত্র পরলোক গমন করলে এলাকার সর্বস্তরের মানুষ শোকাভিভূত হয়ে পড়েন। এলাকাবাসী শোক সভার আয়োজন করেন এবং সেই শোক সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয় রতনপুর হাই স্কুল, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ নামে পরিচিতি লাভ করবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ও সুখ্যাতি লাভ করেছে।

১৯৪৭ সালের ১লা জানুয়ারী কলকাতা বিশ্ববিদ্যালয়  রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে প্রথম স্বীকৃতি প্রদান করে। আজ বিদ্যালয়টিতে ৭০০ এর অধিক ছাত্র/ছাত্রী অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে বিনা বেতনে / নাম মাত্র বেতনে শিক্ষা লাভ করছে। প্রতি বছর এস এস সি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে তারা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে কারিগরি শিক্ষাকে বিশেষ ভাবে প্রাধান্য দেন। তারই ধারাবাহিকতায় ইংরেজি ২০০৯ সাল থেকে অত্র বিদ্যালয়ে এস. এস. সি. (ভোকেশনাল) কার্যক্রম চলমান রয়েছে।

শুধু পড়াশুনায় নয়  এখানকার ছাত্র/ছাত্রীরা খেলাধুলা ও সাংকৃতিক কর্মকাণ্ডে সমভাবে পারদর্শী । বিদ্যালয়টি ২০০৪ ও ২০০৭ সালে জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।  বিদ্যালয়টিতে আছে মিত্র পরিবারের বিশাল প্রাসাদসম ভবন সহ আরও ভবন, খেলার মাঠ, বিশাল একটি দীঘি, ফলের বাগান, ফুলের বাগান ও ফসলের জমি।

সুদক্ষ শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটি ও এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়  বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার ঐতিহ্য ও সুনামকে এগিয়ে নিয়ে চলেছে।

প্রতিষ্ঠাতা
স্বর্গীয় জমিদার বাবু তারকনাথ মিত্র
সভাপতি

এম. আলীম আল রাজী

প্রধান শিক্ষক 

শেখ শফিকুল ইসলাম

সহকারী প্রধান শিক্ষক 

দেবাশীষ ঘোষ

যোগাযোগ

ঠিকানা

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ
রতনপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

ই-মেইল

rtnbhs1940@gmail.com

মোবাইল (প্রধান শিক্ষক)

০১৩০৯-১১৮৭৪৩
০১৭১২-৮৫৯০১৩

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ (মাধ্যমিক বিদ্যালয়)

সংযুক্ত ভোকেশনাল

স্থাপিত – ১৯৪০

রতনপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা

ফটো গ্যালারি